• Call Us01703643494
  • Login


                                                                    
মো: শাহিনুর রহমান
প্রতিষ্ঠাতা পরিচালক,

কোয়ার্ক পাবলিক স্কুল

“স্বপ্ন”- হ্যাঁ, একটি স্বপ্ন পূরণের দৃপ্ত পদক্ষেপ “কোয়ার্ক পাবলিক স্কুল” । আর সেই স্বপ্নের পুরোটা জুড়েই রয়েছে ব্রহ্মপুত্রের কুল ঘেঁষে বেড়ে ওঠা এক জনপদ। যে জনপদ হবে সমৃদ্ধ, সুখ ও শান্তিময়। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসায় সে জনপদ হবে সম্পূর্ণ আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাবান। প্রতিটা নাগরিক হবে মানবিক, শিক্ষিত ও বৈশ্বিক।

এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষা ব্যতীত জাতির উন্নয়ন ব্যর্থ। শিক্ষা হলো ব্যক্তিগত বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং বিশ্বব্যাপী উন্নয়নের চাবিকাঠি। কোয়ার্ক পাবলিক স্কুল শুধু শ্রেণিকক্ষ -সহ একটি ভবন নয়; এটি শেখার একটি অভয়ারণ্য, অনুপ্রেরণার কেন্দ্র এবং স্বপ্ন উড়ানোর স্বপ্নপুরী।

আমাদের প্রতিশ্রুতি একটি সামগ্রিক শিক্ষা প্রদান করা যা শুধুমাত্র জ্ঞানই দিবে না বরং আমাদের শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও চরিত্র গঠন করবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখি যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের সুপ্ত প্রতিভা আবিষ্কার করে দক্ষতা অর্জনের মাধ্যমে চির-বিকশিত বিশ্বে নিজেকে মেলে ধরতে পারবে।
“কোয়ার্কের সেরা দশ হোক বাংলার সেরা দশ” প্রত্যয় বাস্তবায়নে একান্তভাবে সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের শক্তি দান করুন। - আমিন