• Call Us01703643494
  • Login

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত নোটিশ

“২০২৪ শিক্ষাবর্ষে প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে”
 
শ্রেণি বয়স ও ভর্তির যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র
প্লে ন্যূনতম ৪ বছর ১। ভর্তি ফরম, সঠিক তথ্যসহ পূরণকৃত।
২। জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজী)।
নার্সারি ন্যূনতম ৫ বছর ৩। পিতা মাতার স্ব-স্ব ফোন নাম্বারসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
প্রথম ন্যূনতম ৬ বছর ৪। পিতা-মাতার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি ।
দ্বিতীয় থেকে নবম পূর্ববর্তী শ্রেণি পাশ ৬। প্রত্যয়নপত্র (২য় শ্রেণি থেকে নবম শ্রেণি)
৭। ব্লাড গ্রুপের রিপোর্ট।

অন্যান্য স্কুল থেকে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করার জন্য একটি মৌখিক/লিখিত পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি হতে হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হয়। একটি নতুন শিক্ষাবর্ষের ভর্তি নভেম্বর মাস থেকে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ হবে। একটি নতুন শিক্ষাবর্ষের জন্য পুনরায় ভর্তি (চলমান শিক্ষার্থীদের ক্ষেত্রে) চ‚ড়ান্ত পরীক্ষার ঠিক পরে শুরু হয়ে জানুয়ারির ৩য় সপ্তাহের মধ্যে শেষ হবে। এই সময়ের পর একজন পুরাতন শিক্ষার্থীকে জানুয়ারি মাসের মধ্যে সেশন ফি প্রদান করে  পুনঃভর্তি হতে হবে। প্রধান শিক্ষক এবং পরিচালকের বিশেষ লিখিত অনুমোদন ব্যতীত মার্চের পরে এবং নভেম্বরের আগে কোন নতুন ভর্তি/পুনঃভর্তি নেওয়া হবে না। ভর্তির সময় তালিকাভুক্ত কাগজপত্রাদি পিতামাতা/অভিভাবকের দ্বারা সরবরাহ করতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত সহদোর থাকলে ভর্তি শাখা থেকে সত্যায়নপত্র সংগ্রহ করে হিসাব শাখায় ফি জমাদান পূর্বক ২৫% ছাড়ে ভর্তি নিশ্চিত করতে পারবে। আর্থিকভাবে সমস্যাগ্রস্থ মেধাবী শিক্ষার্থীর পরিবারের জন্য পুনঃভতি/ভর্র্তি ফি এবং মাসিক টিউশন ফি-তে যেকোন ছাড় (নির্ধারিত কোটা অনুযায়ী) ব্যবস্থাপক এর কাছ থেকে লিখিত অনুমোদন নিয়ে হিসাব শাখায় ফি জমা দিতে হবে।